অনলাইন লাইভ ক্লাশে স্বাগতম।

Tuesday, July 14, 2020

নবম শ্রেনির বাড়ির কাজ
বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং
 অধ্যায়-একাদশ (ব্যংকের আমানত)


১. ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব শিখবে (ক) গ্রাহকের ক্ষেত্রে (খ)ব্যাংকের ক্ষেত্রে (গ) সামগ্রীক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে।
২. ব্যাংক হিসাবের প্রকারভেদ শিখবে ।
৩. ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় গুলো কী কী ?
৪. ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি কী?
৫.ব্যাংকে হিসাব বন্ধ করার পদ্ধতি কী ?
৬.ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পন্য ও সেবা গুরো কী কী ?
৭. এ অধ্যায়ের সকল অবজেকটিভ পড়া থাকবে ।

                                                 অধ্যায়-দ্বাদশ (ব্যাংক ও গ্রাহক )
১. ব্যাংক ও গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্কথাকে বর্ণনা কর ।
২.গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব গিুলো বর্ণনা কর ।
৩. ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব গুলো বর্ণনা কর ।
৪. চেক কাকে বলেেআমরা কয়ধরনের চেক দেখতে পাই এবং এগুলো কী কী ?
৫. ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক অবসান হওয়ার  সম্ভাব্য কারণ গুলো কী কী ?
৬.এ অধ্যায়ের সকল অবজেকটিভ পড়া থাকবে ।

No comments:

Post a Comment

  পরীক্ষার প্রশ্নের মান বন্টনঃ