১. ১লা জানুয়ারী ২০১৭ তারিখে মানহা হোসেনের পারিবারিক অবস্থা
নিম্নরুপঃ ফ্ল্যাট বাড়ি ৩০,০০,০০০ টাকা,আসবাবপত্র ৬০,০০০ টাকা,তৈজসপত্র ২০,০০০ টাকা,ঋণ
১০,০০,০০০ টাকা,হাতে নগদ ৪০,০০০ টাকা এবং বিনিয়োগ ১,০০,০০০ টাকা।
মানহা হোসেন এর
প্রাপ্তি ও প্রদান
হিসাব
৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখে সমাপ্ত বছরের
প্রাপ্তি
সমুহ |
টাকা |
প্রদান
সমুহ |
টাকা |
বেতন রোগী
দেখে প্রাপ্তি সঞ্চয়পত্রের
সুদ হাতে
নগদ (১.১.১৭) |
৩,৬০,০০০ ২,৪০,০০০ ১০,০০০ ৪০,০০০
|
খাদ্য
সামগ্রী ক্রয় দৈনন্দিন
বাজার টেলিভিশন
ক্রয় শিক্ষা
খরচ ব্যাংকে
স্থায়ী আমানত পাখা
ক্রয় প্রিমিয়াম
প্রদান ঋনের
সুদ প্রদান গহনা
ক্রয় উদ্বৃত্ত |
১,২০,০০০ ১,৫০,০০০ ৬০,০০০ ৪০,০০০ ৯০,০০০ ৫,০০০ ১০,০০০ ৫০,০০০ ১,০০,০০০
|
ক. উপরোক্ত তথ্য হতে মানহা হোসেনের পারিবারিক তহবিল নির্ণয়
কর।
খ.মানহা হোসেনের আয়ের উদ্বৃত্ত নির্ণয় কর।
গ.মানহা হোসেনের পারিবারিক উদ্বর্তপত্র তৈরি কর।
২.জনাব শাহ আলম ২০১৭ সালের ১লা জানুয়ারি উত্তরাধিকার সুত্রে
নিম্নলিখিত সম্পত্তি ও দায় দেনার অধকারী হয়েছেন। বাড়ি-২০,০০,০০০টাকা,আসবাবপত্র-৫০,০০০
টাকা,গৃহনির্মান ঋণ-৮,০০,০০০ টাকা। উক্ত বছরে তার প্রাপ্তি ও প্রদান সমুহ নিম্নরুপঃ
প্রাপ্তি
সমুহ |
টাকা |
প্রদান
সমুহ |
টাকা |
বেতন ঘর
ভাড়া পুরাতন
খবরের কাগজ বিক্রয় |
৬০,০০০ ১৮,০০০ ২,০০০
|
খাদ্য
সামগ্রী ক্রয় ঋন
পরিশোধ ঋনের
সুদ টেলিভিশন
ক্রয় গ্যাস,বিদ্যু
ও পানি আপ্যায়ন ব্যাংক
জমা |
১৭,০০০ ১০,০০০ ৫,০০০ ১৫,০০০ ৩,০০০ ২,০০০
৮০,০০০ |
ক. উপরোক্ত তথ্য পারিবারিক তহবিল নির্ণয় কর।
খ.উক্ত পরিবারের আয়-ব্যয় হিসাব প্রস্তুত কর কর।
গ.একটি আর্থিক বিবরণী প্রস্তুত কর।
No comments:
Post a Comment