অনলাইন লাইভ ক্লাশে স্বাগতম।

Wednesday, July 8, 2020

প্রিয় দশম শ্রেনির ব্যবসায় শিক্ষা শাখার  শিক্ষার্থীরা আশাকরি আল্লাহর ফজলে ভালো আছো এবং সকল পরীক্ষায় অংশ গ্রহন করছো। আমাদের হিসাববিজ্ঞান বিষয়ে পরবর্তী পরীক্ষা হবে অষ্টম অধ্যায়-নগদান বই থেকে। আজকে কিছু সৃজনশীল প্রশ্ন দিব যেগুলো তোমরা বাসায় করবে।আর পরীক্ষার জন্য অবজেকটভি পড়বে ।ধন্যবাদ সবাইকে।

১. অষ্টম অধ্যায়ের অনুশীলনীর সবগুলো অংক করবে।
২. ২০১৮ সালের এপ্রিল মাসের লুবনা এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংঘটিত লেনদেন সমুহ নিম্নরুপ:

এপ্রিল-০১  হাতে নগদ ৭০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা ।
”        ০৮ পণ্য ক্রয় নগদে ৩০,০০০ টাকা ।
 ”       ০৯  ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা ।
  “     ১২    পণ্য বিক্রয় নগদে ২০,০০০ টাকা ্এবং চেকে ৩০,০০০০ টাকা ।
  “      ১৫   ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৩,৫০০ টাকা ।
  ”       ১৬  যন্ত্রপাতি ক্রয় করে চেকে মুল্য পরিশোধ ৬,০০০ টাকা ।
  “       ১৮  চেক মারফত ক্রয় ১০,০০০ টাকা।
  “       ২০   রাজুর নিকট দেনা ১২,০০০ টাকা ৫% বাট্টায় নিষ্পত্তি হলো ।
 “        ৩০  ব্যাংক জমাতিরিক্তের সুদ চার্জ ৫০০ টাকা ।

ক. মোট আয়ের পরিমান নির্ণয়  করো ।
খ.এপ্রিল ১৬ থেকে ৩০ পর্যন্ত লেনদেন দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো ।
গ. এপ্রিল ০১ থেকে ১৫ তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা ্র প্রয়োজনীয় নগদান বই তৈরি করো ।


৩. লিটন স্টোরের ২০১৮ সালের জুলাই মাসের লেনদেন সমুহ নিম্নরুপ:

জুলাই-০১  নগদ তহবিল ৬০,০০০ টাকা ।
  ”     -০৬ পণ্য বিক্রয় ৪৮,০০০টাকা যার ৬০% চেকে এবং অবশিষ্টাংশ নগদে ।
  ”    - ০৯  ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৪,৫০০ টাকা এবং পণ্য উত্তোলন ২,০০০ টাকা ।
  ’’    - ১২ ব্যাংকে জমা দেওয়া হলো ৪৫,০০০ টাকা ।
  ’’    - ১৫.সাদমান এন্টারপ্রাইজকে ৩১,০০০ টাকার নিস্পত্তিতে চেকে প্রদান ৩০,০০০ টাকা ।
  ’’    -১৮ সপ্নার নিকট থেকে ২৬,০০০ টাকার নিস্পত্তিতে ২৫,৫০০ টাকা প্রাপ্তি ।
  ’’   - ২৫ ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয়
  ’’   - ৩১ ব্যাংক থেকে উত্তোলন করা হলো ১,০০০ টাকা ।


ক. লিটন স্টোর-এর কন্ট্রা এন্ট্রির টাকার পরিমান কত  ?
খ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো ।
গ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে উপযুক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্তুত করো ।

No comments:

Post a Comment

  পরীক্ষার প্রশ্নের মান বন্টনঃ