১. অষ্টম অধ্যায়ের অনুশীলনীর সবগুলো অংক করবে।
২. ২০১৮ সালের এপ্রিল মাসের লুবনা এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংঘটিত লেনদেন সমুহ নিম্নরুপ:
এপ্রিল-০১ হাতে নগদ ৭০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা ।
” ০৮ পণ্য ক্রয় নগদে ৩০,০০০ টাকা ।
” ০৯ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা ।
“ ১২ পণ্য বিক্রয় নগদে ২০,০০০ টাকা ্এবং চেকে ৩০,০০০০ টাকা ।
“ ১৫ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৩,৫০০ টাকা ।
” ১৬ যন্ত্রপাতি ক্রয় করে চেকে মুল্য পরিশোধ ৬,০০০ টাকা ।
“ ১৮ চেক মারফত ক্রয় ১০,০০০ টাকা।
“ ২০ রাজুর নিকট দেনা ১২,০০০ টাকা ৫% বাট্টায় নিষ্পত্তি হলো ।
“ ৩০ ব্যাংক জমাতিরিক্তের সুদ চার্জ ৫০০ টাকা ।
ক. মোট আয়ের পরিমান নির্ণয় করো ।
খ.এপ্রিল ১৬ থেকে ৩০ পর্যন্ত লেনদেন দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো ।
গ. এপ্রিল ০১ থেকে ১৫ তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা ্র প্রয়োজনীয় নগদান বই তৈরি করো ।
৩. লিটন স্টোরের ২০১৮ সালের জুলাই মাসের লেনদেন সমুহ নিম্নরুপ:
জুলাই-০১ নগদ তহবিল ৬০,০০০ টাকা ।
” -০৬ পণ্য বিক্রয় ৪৮,০০০টাকা যার ৬০% চেকে এবং অবশিষ্টাংশ নগদে ।
” - ০৯ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৪,৫০০ টাকা এবং পণ্য উত্তোলন ২,০০০ টাকা ।
’’ - ১২ ব্যাংকে জমা দেওয়া হলো ৪৫,০০০ টাকা ।
’’ - ১৫.সাদমান এন্টারপ্রাইজকে ৩১,০০০ টাকার নিস্পত্তিতে চেকে প্রদান ৩০,০০০ টাকা ।
’’ -১৮ সপ্নার নিকট থেকে ২৬,০০০ টাকার নিস্পত্তিতে ২৫,৫০০ টাকা প্রাপ্তি ।
’’ - ২৫ ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয়
’’ - ৩১ ব্যাংক থেকে উত্তোলন করা হলো ১,০০০ টাকা ।
ক. লিটন স্টোর-এর কন্ট্রা এন্ট্রির টাকার পরিমান কত ?
খ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো ।
গ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে উপযুক্ত ঘরবিশিষ্ট নগদান বই প্রস্তুত করো ।
No comments:
Post a Comment