অনলাইন লাইভ ক্লাশে স্বাগতম।

Monday, September 28, 2020

 

                               মাসিক পরীক্ষা-২০২০

                                   তৃতীয় শ্রেনি

                                  বিষয়:গণিত

                                     পূর্ণমান-৪০

                         সংক্ষিপ্ত প্রশ্ন       ১×১০ = ১০

১. ৫ পয়সা+ ৫ পয়সা + ৫ পয়সা + ২৫ পয়সা + ২       টাকা = কত?

২.  ১০ পয়সা + ১ পয়সা + ৫০ পয়সা + ২ টাকা + ১০ টাকা = কত?

৩.  ২৫ পয়সা + ৫০ পয়সা + ৫০ পয়সা + ১০ টাকা  + ৫০ টাকা = কত?

৪. ৮৫০ টাকা ৫৫ পয়সা ২৭০ টাকা ৪০ পয়সা = কত? 

৫.৪০১ টাকা ১৫ পয়সা ৯৭ টাকা ৮০ পয়সা =কত?

৬. ৫০১ কে ৭ দ্বরা ভাগ করলে ভাগশেষ কত হবে ?

৭. ৬১÷ ৩, এখানে ভাগশেষ কত ?

৮.৪টিতে এক হালি হলে ৬০ টিতে কত হালি হবে?

৯. ৭০ টাকা ৩২ টাকা ৫০ পয়সা = কত?

১০. ১,০০০টাকার ---------- টি নোট সমান  ১০,০০০ টাকা।

                              

 

 

                             সৃজনশীল প্রশ্নঃ

১.পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পুবে পুত্রের বয়স ছিল ৬ বছর ।

ক. পুত্রের বর্তমান বয়স কত ?                                   

খ. পিতার বর্তমান বয়স কত ?                                   

গ.১০ বছর পর ‍পিত ও পুত্রের  বয়সের পার্থক্য কত হবে ?     

 

২.দুইটি খাতার মুল্য ৬০ টাকা এবং একটি কলমের মুল্য ৪৫ টাকা ৬০ পয়সা।বিজয় দোকানদারকে এই জিনিসগুলোর জন্য ৫০০ টাকার একটি নোট দেয়।

ক. বিজয় মোট কত টাকার জিনিস কিনল?                            

খ.দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিবে?                       

 

৩.তুমি দোকান থেকে ১০ টাকা দামের ৫ প্যাকেট চিপস, ৪৫ টাকা দামের ৫টি আইসক্রিম ও ৩০ টাকা দামের ৮টি চকলেট কিনেছ।

ক.চিপসের দামের চেয়ে আইসক্রিমের দাম কত বেশি?                        

খ.৫৪০ টাকায় কয়টি আইসক্রিম অথবা কয়টি চকলেট কিনতে পারবে?      

উত্তর খাতায় লিখে নাম রোল সহকারে আমার ইমেইলে ছবি পাঠাবে।

email id:talha.apscl@gmail.com

 

No comments:

Post a Comment

  পরীক্ষার প্রশ্নের মান বন্টনঃ