মডেল টেষ্ট
দশম শ্রেনি
হিসাববিজ্ঞান
১.বরিশাল স্টোর প্রতিটি ৫০০ টাকা দরে ১,০০০ পিস শার্ট ক্রয়
করে। এ জন্য আন্যান্য খরচ হলঃ পরিবহন- ২,০০০
টাকা,প্যাকিং ৫,০০০ টাকা, কুলির মজুরি- ৫০০ টাকা,বিমা খরচ- ১,০০০ টাকা, বিক্রয় কর্মীর
বেতন- ৮,০০০ টাকা, শো-রুম ভাড়া –
৩,০০০ টাকা,বিজ্ঞাপন- ৫,০০০ টাকা।
ক. শাটের মোট ক্রয় মুল্য কত?
খ. ১০% লাভে বিক্রয়মুল্য নির্ধারন করলে প্রতিটি শার্টের
বিক্রয় মুল্য কত?
গ. শার্ট প্রতি ৩০ টাকা লাভ ধরলে কোন ক্ষেত্রে আধিক মুনাফা
হবে?
২. জনাব বিপ্লব ১৫,০০০ টাকা মাসিক বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে
চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পাট টাইম লেকচারার হিসাবে মাসিক ৬,০০০ টাকা সম্মানি
পান।২০১৮ সালের ১লা জানুয়ারি তারিখে তার পারিবারিক আথিক অবস্থা ছিল নিম্নরুপঃ
নগদ তহবিল –
৩০,০০০ টাকা,বাড়িঘর –
৫,০০,০০০ টাকা, বিনিয়োগ-৬০,০০০ টাকা,বন্ধকি ঋণ-৮০,০০০ টাকা,আসবাবপত্র- ৫০,০০০ টাকা,
গহনা-৯০,০০০ টাকা এবং পাওনাদার- ২০,০০০ টাকা।
উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন হলোঃ
খাদ্যসামগ্রী ক্রয়-২৫,০০০ টাকা,দৈনন্দিন বাজার খরচ- ৫৪,০০০
টাকা,শিক্ষা খরচ- ৩০,০০০, কম্পিউটার ক্রয়- ২৬,০০০ টাকা,গ্যাস,পানি ও বিদ্যুৎ বিল-২৪,০০০
টাকা,ব্যাংকে স্থায়ী আমানত ১৮,০০০ টাকা,খবরের কাগজ-২,০০০ টাকা
ক.জনাব বিপ্লবের পারিবারিক তহবিলের পরিমান কত?
খ.বছর শেষে জনাব বিপ্লবের পরিবারের নগদ উদ্বৃত্তের পরিমান
নির্ণয় কর।
গ.উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত
/ ঘাটতি নির্ণয় কর।
৩.চয়ন ট্রেডার্স্ এর
রেওয়ামিল
৩১ ডিসেম্বর,২০১৮
ক্রমিক নং |
হিসাবের নাম |
খ:পৃ |
ডেবিট টাকা |
ক্রেডিট টাকা |
১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. |
উত্তোলন ও মুলধন ক্রয় ও বিক্রয় পরিবহন কেতন ও মজুরি (১৫ মাস) দেনাদার ও পাওনাদার সাধারণ সঞ্চিতি জীবন বিমা প্রিমিয়াম আয়কর প্রদান ইজারাসম্পত্তি(১০বছরেরজন্য) অতিরিক্ত মুলধন(১.৭.১৮) ব্যাংক জমা অগ্রিম ভাড়া মনিহারি মোট |
|
১৫,০০০ ৪৫,০০০ ৪,০০০ ১৫,০০০ ৫৩,০০০
৭,০০০ ৫,০০০ ১,২০,০০০
৩৫,০০০ ১৬,০০০ ৫,০০০
|
১,৫০,০০০ ৭৬,০০০
৪২,০০০ ৩২,০০০
২০,০০০
৩,২০,০০০ |
সমন্বয় সমুহঃ ১.সমাপনী মজুদ পণ্য ২৪,০০০ টাকা।২.মালিক কর্তৃক
পণ্য উত্তোলন ৫,০০০ টাকা এবং ধারে পণ্য বিক্রয় ৪,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।৩.দেনাদারের
২,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদরের উপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি
ধরতে হবে।
ক.চয়ন ট্রেডার্স্ এর নিট দেনাদারের পরিমান কত?
খ.প্রতিষ্ঠনটির নিট মুনাফা ৫০০ টাকা ধরে মালিকিানাস্বত্ব
বিবরণী প্রস্তত কর।
গ.মালিকানাস্বত্ব ১,৯৩,৫০০ টাকা বিবেচনা করে আথিক অবস্থার
বিবরণী প্রস্তত কর।