আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়
মাসিক পরীক্ষা - ২০২০
শ্রেনি - নবম
বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং (৩য় অধ্যায়)
১. শাকিল সাহেব তার ১০,০০,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে আগ্রহী।এক্ষেত্রে জনতা ব্যাংক তাকে প্রতি ৩ মাস পর ১১.৫০% হারে চক্রবৃদ্ধি সুদ দিব্। অন্যাদিকে অগ্রণী ব্যাংক তাকে বা ির্ষক ১২% হারে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়ার নিশ্চয়তা দেয়।
ক. প্রকৃত সুদের হারের সুত্রটি কী? ১
খ. সুযোগ ব্যয় কাকে বলে? ব্যাখ্যা কর। ২
গ. শাকিল সাহেব জনতা ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন? ৩
ঘ.কোন ব্যাংকে টাকা জমা রাখা শাকিল সাহেবের জন্য লাভজনক হবে? ৪
২.জনাব শেহজাদ ৫ বছর পর ৫,০০,০০০ টাকা পাওয়ার আশায় তার সঞ্চিত প্রয়োজনীয় টাকা ব্যাংকে জমা রাকতে চান।শাপলা ব্যাংক মাসিক ৯.৫% হারে সুদ দিবেন বলে প্রস্তাব দেন।৫ বছর পর তিনি আরও ৫,০০,০০০ টাকা একজন গ্রাম্য মহাজনের কাছ থেকে সাপ্তাহিক ০.২৫% সুদে ঋন নিয়ে ১০ লক্ষ টাকা দিয়ে এক খন্ড জমি ক্রয়ের চিন্তা করছেন,তবে ব্যাংক থেকে ঋণ গ্রহন করলে তাকে ১২.৫% সুদ দিতে হত।
ক.অ ের্থর সময়মুল্য কী? ১
খ.আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পকে ব্যাখ্যা কর। ২
গ.জনাব শেহজাদ কে শাপলা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? ৩
ঘ. জনাব শেহজাদ গ্রাম্য মহাজনের কাছ থেকে ঋনের প্রকৃত সুদের হার নির্ণয়পুর্বক তা কতটুকু যুক্তিসংগত? তোমার মতামত দাও।
আমার মেইল আইডিঃ talha.apscl @ gmail .com ৪