অনলাইন লাইভ ক্লাশে স্বাগতম।

Monday, June 29, 2020

  • সৃজনশীল বাড়ির কাজ
   ☝৭ম অধ্যায়ের অনুশীলণীর সবগুলো অংক বাসায়          করবেএবং স্কুল খোলার পরে বাড়ির কাজ দেখব।
 ☝  সিলেট বোর্ড-২০১৯
      নাবিল এন্ড সন্স-এর ২০১৮ সালের ১মার্চ তারিখে নগদ উদ্বৃত্ত ২০,০০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ৫০,০০০ টাকা, এবং পাওনাদারের উদ্বৃত্ত ১৫,০০০ টাকা ছিল।উক্ত মাসে অন্যান্য লেনদেন ছিল নিম্নরুপ:
মার্চ-৫ চেক দ্বারা পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
মার্চ-১০ পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা।
মার্চ-১৫ পাওনাদারকে পরিশোধ ৭,০০০ টাকা।
মার্চ-২০ ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন ৪,০০০ টাকা।
মার্চ-৩০ বেতন চেকে পরিশোধ ৫,০০০ টাকা।
ক.নাবিল এন্ড সন্স এর ব্যবসায় প্রতিষ্ঠানের প্রারম্ভিক মুলধনের পরিমান নির্ণয় কর।
খ. উক্ত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও পাওনাদার হিসাব T ছকে প্রস্তুুত কর।
গ. উক্ত প্রতিষ্ঠানের নগদান হিসাব ও ক্রয় হিসাব চলমান জের ছকে প্রস্তুুত কর।
চট্টগ্রাম বোর্ড-২০১৯
সেলিম এন্ড কোম্পানির ২০১৮ সালের জুলাই মাসের লেনদেন সমুহ নিম্নরুপ:
জুলাই ০১, ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো।
জুলাই০৫, মিলন স্টোরের নিকট হতে প্রতি লিটার ১০০টাকা দ্বরে৩০০ লিটার সয়াবিন তেল ক্রয়।(চালান                       নং-৫০০)
জুলাই১০, মালিক ব্যক্তি গত ভাবে ব্যাংকে জমাদিলেন ২০,০০০ টাকা।
জুলাই ২০,বিক্রয়কর্মীদের কমিশন প্রদান ২,০০০ টাকা।
জুলাই ২৫,সুমনা ট্রেডার্স এর নিকট হতে প্রতি পাউন্ড ২০০ টাকা করে ৫০০ পাউন্ড চা ক্রয়।(চালান       নং৫০৩)শর্ত:৩/১৫,নিট ৩০।
জুলাই ৩০,পরামর্শ ফি প্রাপ্তি ৩,০০০ টাকা।
ক. সেলিম এন্ড কোম্পানির পাওনাদারের পরিমান নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যাদির আলোকে চলমান জের ছকে সহকারী খতিয়ান প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত তথ্যাদির আলোকে T ছকে নগদান হিসাব ও মুলধন হিসাব তৈরি কর।
  • ১০ম শ্রেনির প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের Exam-7 এর বাড়ির কাজ হলো অধ্যায় - ৭ (খতিয়ান) অবজেকটিভ।
  • আগামী রবিবার ৭ম অধ্যায় পরীক্ষা হবে ।
  • আশাকরি সবাই ভালো ভাবে প্রস্ততি গ্রহন করবে।

  পরীক্ষার প্রশ্নের মান বন্টনঃ